এপেক্সে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৮:২৮, ১১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের অন্যতম শীর্ষ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের মেইনটেনেন্স বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে। অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি হতে পারে একটি স্থায়ী ও আকর্ষণীয় কর্মজীবনের সুযোগ।
প্রতিষ্ঠানের নাম:
এপেক্স ফুটওয়্যার লিমিটেড
বিভাগ:
মেইনটেনেন্স
পদের নাম:
এক্সিকিউটিভ
পদসংখ্যা:
১ জন
শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অভিজ্ঞতা ও দক্ষতা:
কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা
উৎপাদন ট্যানারি বা ফুটওয়্যার শিল্পে কাজের দক্ষতা
বেতন:
আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা:
গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড
বছরে ইনক্রিমেন্ট ও ২টি উৎসব বোনাস
জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি)
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়
পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতার ভিত্তিতে)
দুপুরের খাবারে ভর্তুকি
এপেক্স পণ্যে বিশেষ ফ্যামিলি ডিসকাউন্ট
চাকরির ধরন:
ফুল টাইম
প্রার্থীর ধরন:
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা:
৩০ থেকে ৩২ বছর
কর্মস্থল:
কালিয়াকৈর, গাজীপুর
আবেদনের শেষ তারিখ:
৩১ অক্টোবর ২০২৫