ঢাকায় ৩০০ ড্রাইভার নেবে দারাজ
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৭:২০, ২ অক্টোবর ২০২৫

অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড ৩০০ জন ড্রাইভার নেবে। কর্মস্থল হবে রাজধানী ঢাকার হাজারীবাগ ও তেজগাঁও এলাকায়। আগ্রহীদের আগামী ১৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন অনুযায়ী ন্যূনতম ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/এসএসসি/এইচএসসি পাস ও গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেতন: ১৫,০০০–১৮,০০০ টাকা।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
কর্মস্থল: ঢাকা (হাজারীবাগ, তেজগাঁও)।
কাজের দায়িত্বের মধ্যে রয়েছে- নির্ধারিত সময়সূচী অনুযায়ী পিকআপ ও ড্রপ-অফ নিশ্চিত করা, গাড়ি পরিষ্কার রাখা, রক্ষণাবেক্ষণ ও তেল ভরে রাখা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি হলে কর্তৃপক্ষকে অবহিত করা, ট্রাফিক আইন ও কোম্পানির নিরাপত্তা নীতি মেনে চলা, গাড়ির ডকুমেন্ট হালনাগাদ রাখা ও সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত করা।