১০০ জনবল নেবে আবুল খায়ের গ্রুপ
চাকরি ডেস্ক
প্রকাশ: ২১:০৩, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৬, ১ অক্টোবর ২০২৫

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ ১০০ জনকে ‘প্রাইম সেলস অফিসার (পিএসও)’ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল-টাইম। প্রার্থীর ধরন: পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৫।
আবুল খায়ের গ্রুপের ওয়েবসাইটে আবেদন করা যাবে।