উখিয়ার মরিচ্যায় ডিবি পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩, ৩০ অক্টোবর ২০২৫
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উখিয়ার মরিচ্যা বউ বাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মিজানুর রহমান (২৫)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট গ্রামের জাহেদ আহমদের পুত্র। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মরিচ্যা বউ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মিজানুর রহমানকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মরিচ্যা সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নজরদারি ও অভিযান জোরদার করেছে।
