নড়াইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৪, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫৬, ১০ অক্টোবর ২০২৫

নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর হাইওয়ে থানার সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নড়াইল থেকে যশোরগামী একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে রয়েছেন—ট্রাকচালক এনামুল হক, কবিতা, সাথী, রিজিয়া, আন্না, আরিয়ান, রত্না, কল্পনা, আরজিনা, মিনতী, সুভদ্রা, অনিমা, আকাশ, সুলতানা ও উর্মিলা।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস বলেন, ‘আমাদের হাসপাতালে ১৫ জন আহত অবস্থায় এসেছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকচালক এনামুল ও উর্মিলাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’
হাইওয়ে পুলিশ সার্জেন্ট ইমরান আলী জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের দল বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’