চিত্রার তীরে অমর চিত্রকর
বাংলার প্রকৃতি, কৃষক, মাঠ ও গরুর হালের দৃশ্য তাকে মুগ্ধ করত শৈশব থেকেই। সেই মুগ্ধতা পরিণত হয়েছিল শিল্পদর্শনে, যেখানে মাটির গন্ধ, মানুষের শ্রম ও প্রকৃতির প্রাণশক্তি মিশে গিয়েছিল তুলির রেখায়। তিনি শিল্পী এস এম সুলতান, বাংলার এক বিস্ময়, যিনি ক্যানভাসে এঁকেছেন এই দেশ, দেশের মানুষ। পৃথিবী বিখ্যাত এই চিত্রকর মাটি ও মানুষের টানে পুুরো জীবন কাটিয়ে দিয়েছেন চিত্রা নদীর তীরে। আজ তার প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।