রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

বোরকা পরে এসে দোকানে চুরি

‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার উধাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৬, ৯ অক্টোবর ২০২৫

‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার উধাও

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।

শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, ‘দোকানে প্রায় ৪০০ ভরি নিজের স্বর্ণ এবং ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। পাশাপাশি ৪০ হাজার টাকা নগদও ছিল, সবই নিয়ে গেছে চোর।’

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন দিয়ে জানায় দোকানে চুরি হয়েছে। দোকানে এসে দেখি—শাটার কাটা, ভিতরে সব খালি।’

ঢাকা মহানগর পুলিশের রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—বুধবার রাত ৩টার দিকে দুইজন চোর বোরকা পরে শম্পা জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। চোররা পেশাদার চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করছি। সিআইডি টিম ঘটনাস্থলে কাজ করছে।’

ডিএমপি কর্মকর্তা তারিকুল ইসলাম আরও বলেন, ‘মালিকপক্ষের দাবি অনুযায়ী প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে, তবে আমরা এখনো এই পরিমাণের সত্যতা যাচাই করছি। এটি বড় ধরনের চুরি, তাই প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুতই চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।’
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল
চলন্ত গাড়ি থেকে কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ
হেবরনে ইব্রাহিমি মসজিদে মুসলিম প্রবেশ বন্ধ
যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন: কাদের সিদ্দিকী
ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের