বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

তিন দিনের শুভেচ্ছা সফর

এলো ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯:২২, ৮ অক্টোবর ২০২৫

এলো ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের জলসীমায় নোঙর করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS Fitzgerald)। বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা আবু উবাইদাহ অতিথি জাহাজটিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকারী জাহাজের কর্মকর্তারা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক পেশাগত অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালীন সময় দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সুযোগ পাবেন। এতে নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নত নৌ প্রযুক্তি ও কৌশলগত জ্ঞানের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা প্রত্যক্ষভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

চট্টগ্রামে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল। ধারাবাহিক এই সফরকে দুই দেশের সামরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু