শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

যুদ্ধবিরতি নয়—আলোচনায় কী বার্তা দিলেন দুই নেতা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৪:৩১, ১৬ আগস্ট ২০২৫

যুদ্ধবিরতি নয়—আলোচনায় কী বার্তা দিলেন দুই নেতা

আন্তর্জাতিক কূটনীতির নজর আজ ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কায়। সেখানে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক ঘণ্টাব্যাপী এ বৈঠককে উভয় নেতা “ইতিবাচক” আখ্যা দিলেও কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি হয়নি।

মূল আলোচনার বিষয়

পুতিন জানান, দীর্ঘস্থায়ী শান্তি চাইলে ইউক্রেনে রাশিয়ার হামলার মূল কারণের সমাধান করতে হবে। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খোলা।

ট্রাম্প বলেন, “অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু বড় বিষয়ে নয়।”ইউক্রেন ও ইউরোপের সিদ্ধান্ত ছাড়া যুদ্ধ বন্ধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকের রাজনৈতিক তাৎপর্য

পুতিন দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে হয়তো ইউক্রেনে হামলা চালানো হতো না। ট্রাম্প জানান, তিনি দ্রুত ন্যাটো ও ইউক্রেনকে বৈঠকের অগ্রগতি জানাবেন। বিশ্লেষকদের মতে, এটি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা জাগালেও যুদ্ধের অবসান এখনো অনিশ্চিত।

ভবিষ্যৎ সম্ভাবনা
বৈঠকের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরে আমন্ত্রণ জানান। ট্রাম্পও জানান, তিনি এ বিষয়ে আগ্রহী। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তর কেউ দেননি, এতে আলোচনার আসল বিষয়বস্তু এখনো গোপনই রয়ে গেছে।

আলাস্কার এই বৈঠক তাৎক্ষণিক শান্তি না আনলেও কূটনৈতিক প্রক্রিয়ার নতুন অধ্যায় খুলেছে।

ইউক্রেন সমাধান: পশ্চিমা বিশ্বের পাশাপাশি ইউক্রেন ও ইউরোপের ভূমিকা অপরিহার্য।

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক: ব্যবসায়িক ও বাস্তববাদী সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত।

পুতিনের কৌশল: রাশিয়ার অবস্থানকে আরও দৃঢ় করার প্রচেষ্টা।


ট্রাম্প-পুতিন বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিলেও বাস্তব সমাধান এখনও দিগন্তের ওপারে। মস্কো বৈঠক হলে সেটি হয়তো এ আলোচনাকে আরেক ধাপ এগিয়ে নেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন