সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

মেসিকে ছাড়াই জিতলো আর্জেন্টিনা, স্ক্যালোনির ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:৪০, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৫৭, ১২ অক্টোবর ২০২৫

মেসিকে ছাড়াই জিতলো আর্জেন্টিনা, স্ক্যালোনির ব্যাখ্যা

লিওনেল মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠে না খেললেও গ্যালারিতে পরিবারসহ বসে জাতীয় দলের খেলা উপভোগ করেছেন অধিনায়ক মেসি।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন,“আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিও (মেসি) খেলবে না। আমরা লাওতারো (মার্তিনেজ) ও হুলিয়ান (আলভারেজ)-কে সুযোগ দিতে চেয়েছিলাম, বেঞ্চে ছিল হোসে ম্যানুয়েল লোপেজও। এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। শেষ পর্যন্ত ফ্লাকো (লোপেজ) নামতে পারেনি, পরের ম্যাচে সুযোগ পাবে। পুরো সিদ্ধান্তটাই আমার।”

মেসি মাঠে না থাকলেও আর্জেন্টিনার আক্রমণভাগে তেজ ছিল পূর্ণমাত্রায়। ম্যাচের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো, লাওতারো মার্তিনেজের নিখুঁত পাস থেকে। ম্যাচজুড়ে আর্জেন্টিনা নেয় ১৯টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। ভেনেজুয়েলার ডিফেন্স বারবার চাপে পড়ে যায় আক্রমণাত্মক আলবিসেলেস্তে বাহিনীর কাছে।

আর্জেন্টিনা আগামী ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। মেসি খেলবেন কিনা—এমন প্রশ্নে স্ক্যালোনি জানান,“আমরা আশা করি, মঙ্গলবার মেসি খেলতে পারবে। আগামী কয়েকদিনে দেখা যাবে পরিস্থিতি কী দাঁড়ায়।”

অন্যদিকে, ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো আশা প্রকাশ করেছেন, শিগগিরই মেসিকে তাদের হয়ে খেলতে দেখা যাবে। তিনি বলেন,“আমি অবশ্যই চাইবো। কল্পনা করুন, যদি লিও মেসি আমাদের হয়ে খেলতে পারে! কিন্তু বাস্তবতা হলো, সে এখনও আমাদের সঙ্গে নেই। আমি এখনও লিওর সঙ্গে কথা বলিনি—দেখা যাক আজ রাতে কী হয়।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন