সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

গ্রুপ পর্বেই বাদ ব্রাজিল, শেষ ১৬-তে গ্রুপসেরা আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:৩৫, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১৬, ৫ অক্টোবর ২০২৫

গ্রুপ পর্বেই বাদ ব্রাজিল, শেষ ১৬-তে গ্রুপসেরা আর্জেন্টিনা 

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। চিলির সান্তিয়াগোয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। এটাই এই বয়সভিত্তিক বিশ্বকাপে ব্রাজিলের প্রথম গ্রুপ পর্বে বিদায়।

শনিবার (৪ অক্টোবর) রাতে চিলির সান্তিয়াগোয় 'সি' গ্রুপের এই ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পেনের বিপক্ষে এই ম্যাচ ছিল ব্রাজিলের ‘বাঁচা-মরার’ লড়াই। কিন্তু গোলের দেখা না পেয়ে উল্টো ৪৭ মিনিটে ইকার ব্রাভোর গোলে পিছিয়ে পড়ে দলটি। শেষ পর্যন্ত সেই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

এই হারে তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ হয়ে বিদায় নিল ব্রাজিল।

গ্রুপ ‘সি’ থেকে মরক্কো ও মেক্সিকো যথাক্রমে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
তৃতীয় স্থানে থাকা স্পেন অপেক্ষায় থাকবে সেরা চার ‘তৃতীয়’ দলের মধ্যে জায়গা পাওয়ার আশায়।

১৯৭৭ সালে শুরু হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের এটি ছিল ২০তম অংশগ্রহণ। আগের ১৯ বারের মধ্যে ৫ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ হয়েছিল দলটি।

এর আগে ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়াই ছিল তাদের সবচেয়ে বাজে ফল। কিন্তু এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো কোচ র‌্যামন মেনেজেসের শিষ্যদের।

অন্যদিকে, একই রাতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল ‘ডি’ গ্রুপে ইতালিকে ১–০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। ৭৪ মিনিটে গোলটি করেন দিলান গোরোসিতো।

এর আগে তারা কিউবা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতোমধ্যেই শেষ ষোলো প্রায় নিশ্চিত করেছিল।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে আর্জেন্টিনা, আর ৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে ইতালি। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৭ সালে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন