আজ মক্কা-মদিনায় জুমা পড়াবেন যারা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৯:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাঁ থেকে মক্কার ইমাম শায়খ ইয়াসির আল-দাওসারি, মদিনার ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান
আজ শুক্রবার। পবিত্র হারামাইনে লাখ লাখ মুসলমান একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করবেন। এই শুভ দিনে মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইমামতি ও খুতবা প্রদান করবেন দুজন বিশিষ্ট খতীব।
মক্কার মসজিদে হারাম : আজকের জুমার নামাজে খুতবা প্রদান ও ইমামতি করবেন শায়খ ইয়াসির আল-দাওসারি। তিনি মসজিদে হারামের ইমাম ও খতিবদের একজন। তিনি দীর্ঘদিন ধরে হারাম শরিফে ইমামতি ও খুতবা প্রদান করে আসছেন এবং তার তেলাওয়াত ও ভাষণ মুসলিম বিশ্বে বিশেষভাবে খ্যাত।
মদিনার মসজিদে নববী : মসজিদে নববীতে আজকের জুমার খুতবা প্রদান ও ইমামতি করবেন শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান। তিনি মসজিদে নববীর ইমাম ও খতিবদের অন্যতম একজন। দীর্ঘ সময় ধরে জুমার নামাজে ইমামতি করছেন। তার খুতবা সাধারণ মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার এক অনন্য উৎস।
পবিত্র এই দিনটি মুসলিম উম্মাহর জন্য আল্লাহর নৈকট্য লাভের সুযোগ এনে দেয়। হারামাইন শরিফে খুতিবগণ যা শিক্ষা দেন, তা মানবিক ও আধ্যাত্মিক জীবনের জন্য মূখ্য প্রেরণা হিসেবে কাজ করে। আজকের এই জুমার নামাজে বিশ্বের মুসলিমরা অনুপ্রাণিত হবেন শান্তি, ভ্রাতৃত্ব ও ধার্মিক জীবনের প্রতি তাদের দায়িত্বকে শক্তিশালী করার জন্য।