নিউইয়র্কের স্কুলে ইসলাম ও আধুনিক শিক্ষার মেলবন্ধন
মাইসারা জান্নাত
প্রকাশ: ১৯:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কের বহুসংস্কৃতির ভিড়ে ধর্মীয় মূল্যবোধের আলো ছড়াচ্ছে আল নুর ইসলামিক স্কুল। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ স্কুল আজ নিউইয়র্কের মুসলিম কমিউনিটির মধ্যে এক অনন্য স্থান দখল করেছে। ব্রুকলিনের গ্রিনউড হাইটস এলাকায় অবস্থিত আল নুর স্কুলে প্রি-কে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। ২০০২ সালে তাদের প্রথম ব্যাচ স্নাতক হয়। বর্তমানে এখানে ৬৫০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
আল নুর স্কুলের বিশেষত্ব হলো ধর্মীয় শিক্ষা ও আধুনিক পাঠক্রমের সুন্দর সমন্বয়। এখানে কোরআন শিক্ষা, আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজের পাশাপাশি গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞান পড়ানো হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে সহায়তা করতে এ প্রতিষ্ঠানটি এপি হিউম্যান জিওগ্রাফি, এপি ক্যালকুলাস, এপি কেমিস্ট্রি, এপি ইংলিশ, এপি ওয়ার্ল্ড হিস্ট্রি, এপি সাইকোলজি, এপি ফিজিক্স এবং এপি কম্পিউটার সায়েন্সসহ নানা উন্নত কোর্স চালু করেছে। ফলে এখানকার শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রেও দক্ষ হয়ে উঠছে।
স্কুলটির ভর্তি প্রক্রিয়া তুলনামূলক কঠিন। এখানে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রবেশিকা পরীক্ষা, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং পূর্ববর্তী শিক্ষার ফলাফল বিবেচনা করা হয়। এর মাধ্যমে তারা যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে থাকে। বিশেষ করে হাই স্কুল পর্যায়ে প্রতিভাবান ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আল নুর স্কুলের গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রাম উল্লেখযোগ্য। প্রকৌশল, নকশা ও স্থাপত্য বিষয়ে উচ্চতর পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য সুযোগ। এ প্রোগ্রামের মাধ্যমে স্কুলটি মুসলিম শিক্ষার্থী এবং বিশেষ করে মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তুলছে।
আল নুর স্কুল শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে সমৃদ্ধ। এখানে বার্ষিক শিল্পকলা প্রদর্শনী হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা তুলে ধরে পুরস্কৃত হয়। স্কুলের শিক্ষার্থীরা নিয়মিতভাবে এমআইএসটি প্রতিযোগিতা, কোরআন মুখস্থ প্রতিযোগিতা, বানান প্রতিযোগিতা ও বিতর্কে অংশ নেয়। এছাড়া ডিবেট টিম, নাট্যদল, ম্যাথ ক্লাব, গার্লস হু কোড, মডেল ইউনাইটেড নেশনসহ নানা ক্লাব শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখছে।
এখানকার শিক্ষার্থীরা নানা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও স্বেচ্ছাসেবামূলক কাজের সুযোগ পাচ্ছে। মাইমোনিডস মেডিকেল সেন্টার, মেথডিস্ট হাসপাতাল, গুগেনহাইম ও মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, বার্কলেজ সেন্টার, অ্যাভিয়েটর স্পোর্টস এরিনা, সিটিব্যাঙ্ক ও ওয়েলস ফার্গোসহ নানা প্রতিষ্ঠানে তারা কাজের অভিজ্ঞতা অর্জন করছে। এর ফলে তারা অল্প বয়সেই বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
আমেরিকার মতো বহুজাতিক সমাজে আল নুর স্কুল মুসলিম পরিচয় ও মূল্যবোধকে টিকিয়ে রেখে প্রজন্মকে গড়ে তুলছে। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করছে। মুসলিম অভিভাবকদের কাছে তাই এই স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি তাদের সন্তানদের জন্য এক নিরাপদ আশ্রয় যেখানে ধর্মীয় বিশ্বাস, জ্ঞান ও দক্ষতা সমানভাবে বিকশিত হয়। নিউইয়র্কের শিক্ষা ও সমাজে আল নুর ইসলামিক স্কুল তাই হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত।