গাজায় শান্তির আহ্বান পোপ লিওর
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

গাজায় চলমান সংঘাতের মধ্যে শান্তির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনার পর তিনি বলেন, সহিংসতা, জোরপূর্বক নির্বাসন বা প্রতিশোধের ওপর কোনো ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়।
পোপ লিও গাজাকে ‘শহীদ ভূমি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘গাজার এই শহীদ ভূমিতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের সঙ্গে সমগ্র চার্চ সংহতি প্রকাশ করছে।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘মানুষ শান্তি চায়, মানুষের শান্তিই এখন সবচেয়ে জরুরি।’
ইসরায়েলের নিরন্তর সামরিক অভিযানে দীর্ঘ প্রায় দুই বছরের যুদ্ধের মধ্যে গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু নগরী, ভেঙে পড়েছে মানবিক পরিস্থিতি। এ প্রেক্ষাপটে পোপ বারবার সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আসছেন।
তিনি বলেন, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য সংলাপ, পুনর্মিলন এবং মানব মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিকল্প নেই। সহিংসতা নয়, কেবল আলোচনাই হতে পারে এ অঞ্চলের মানুষের মুক্তির একমাত্র পথ।