শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদ

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৮:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন হুমাইদ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের প্রবীণ ইমাম ও খতিব শায়খ প্রফেসর ড. সালেহ আহমদ বিন হুমাইদ। মঙ্গলবার দেশটির পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালের পরপরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগ দেওয়া হয় বলে আল আরাবিয়া ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে।

শায়খ সালেহ বিন হুমাইদ দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় নেতৃত্ব ও খতিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি মসজিদে হারাম ও মসজিদে নববীর ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের হজের দিন আরাফাতের ময়দানে ঐতিহাসিক খুতবাও প্রদান করেছিলেন তিনি।

সালেহ বিন হুমাইদ সৌদি আরবের সিনিয়র স্কলার্স কাউন্সিলের অন্যতম প্রভাবশালী সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সৌদি মজলিসে শুরার সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তাকে সৌদি আরবের সর্বোচ্চ বিচার পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালে এ দায়িত্ব শেষ করে তিনি রাজকীয় দিওয়ানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন।

১৯৫০ সালে সৌদি আরবের কাসিম অঞ্চলের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক, ফিকহ ও উসুলুল ফিকহে স্নাতকোত্তর এবং একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি মুসলিম উম্মাহর কাছে শ্রদ্ধাভাজন আলেম হিসেবে পরিচিতি পান।

এছাড়া শয়খ সালেহ বিন হুমাইদ আরবি ভাষা একাডেমির সদস্য, জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সভাপতি এবং কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একজন বিশিষ্ট আলেম। ২০১৬ সালে তিনি ‘সার্ভিস টু ইসলাম’ ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন।

নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ সালেহ বিন হুমাইদকে নিয়োগের মাধ্যমে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিশ্ব মুসলিম সম্প্রদায় তার নেতৃত্বে দিকনির্দেশনা পাবে বলে আশা প্রকাশ করেছে বিভিন্ন মহল।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন