শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ইরানে আন্তর্জাতিক কোরআন-হাদিস উৎসব

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৯:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইরানে আন্তর্জাতিক কোরআন-হাদিস উৎসব

ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী শরৎ ও শীত মৌসুমে ৩১তম আন্তর্জাতিক কোরআন ও হাদিস উৎসব আয়োজন করতে যাচ্ছে। বিশ্বের ২০টিরও বেশি দেশে এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সহকারী উপদেষ্টা এবং উৎসবের নীতিনির্ধারণী পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ রেজা সালেহ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, কোরআন, হাদিস ও দোয়া-দরুদ নিয়ে শিক্ষার্থী ও স্নাতকদের পরিচিতি ও সম্পৃক্ততা বাড়ানোই এ উৎসবের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীর বৈচিত্র্য, শাখা-প্রশাখার ব্যাপকতা এবং ভৌগোলিক পরিসর বিবেচনায় এটি অনন্য একটি আয়োজন।

সালেহ জানান, ইতোমধ্যে অনলাইনের মাধ্যমে দেশীয় কেন্দ্রগুলো থেকে ৬৮৮ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩৭৮ জন পুরুষ এবং ৩১০ জন নারী। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। গত আসরে ইরান থেকে প্রায় ১৯ হাজার এবং বিদেশি শাখাগুলো থেকে ২ হাজার ৩০০ জন অংশ নিয়েছিলেন।

প্রাথমিক পর্ব শুরু হবে অক্টোবরে, আর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষভাগে। সমাপনী অনুষ্ঠান ২০২৬-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে সেরা প্রতিযোগী, কোরআনিক প্রতিষ্ঠান এবং আদর্শ পরিবারকে সম্মাননা দেওয়া হবে।

উৎসবে মৌখিক (দক্ষতা ভিত্তিক) ও লিখিত (জ্ঞান ভিত্তিক) দুই বিভাগে মোট ৩১টি শাখায় প্রতিযোগিতা হবে। ইরানের কোম, মাশহাদ, ইসফাহান, গোরগান, আসতিয়ান, তেহরান ও তাবরিজসহ বিভিন্ন শহরে এ আসর বসবে। এ বছর নাহজুল বালাগা ও সাহিফা সাজ্জাদিয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোরআন হিফজ, নির্বাচিত দোয়া-দরুদ এবং ফারসি, আরবি, ইংরেজি ও উর্দুতে কোরআন-হাদিস বিষয়ক বক্তৃতা থাকবে।

বিজয়ীদের জন্য রাখা হয়েছে আধ্যাত্মিক ও আর্থিক পুরস্কার, যার মধ্যে রয়েছে ২০ বিলিয়ন রিয়াল সমপরিমাণ নগদ অর্থ এবং ইরাকের পবিত্র স্থানে ৭২টি সফরের সুযোগ।

সালেহ বলেন, ‘এই উৎসব আল-মুস্তাফার বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সক্ষমতা বিশ্বমঞ্চে প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এটি আন্তর্জাতিক পর্যায়ে কোরআনিক সহযোগিতা জোরদার করবে এবং ইসলামের খাঁটি শিক্ষাকে ছড়িয়ে দিতে সহায়ক হবে।’

আরও পড়ুন