লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষে লড়বেন সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৫, ২৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি পাওয়ার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দলীয় সূত্র।
বিএনপি জোটভুক্ত দল হিসেবে দীর্ঘদিন ধরে ১২ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে থাকছেন সেলিম। জাতীয় রাজনীতির সংকটকালেও তিনি কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থেকে জোটের অবস্থান জোরালো করেছেন বলে জানান দলীয় নেতারা।
লক্ষ্মীপুর-১ আসনটি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলও এ আসনে শক্ত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে ধানের শীষ প্রতীকে সেলিমের প্রার্থিতা নিয়ে এলাকায় নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রের দাবি, জোটের প্রার্থী হিসেবে শাহাদাৎ হোসেন সেলিম মাঠে নামলে রামগঞ্জে বিরোধী রাজনৈতিক শক্তির অবস্থান আরও সুসংহত হবে এবং ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার নতুন সমীকরণ তৈরি হবে।
