বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

‘বিশ্বাসঘাতক’ উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৭, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৪৭, ৫ অক্টোবর ২০২৫

‘বিশ্বাসঘাতক’ উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে।”

একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন সাবেক উপদেষ্টা নাহিদ। শনিবার (৪ অক্টোবর) তার এই সাক্ষাৎকারটি টেলিভিশনটির অনলাইনে প্রকাশ (আপলোড) করা হয়। 
 
ওই সাক্ষাৎকারে নাহিদ এমন অভিযোগও করেছেন যে, পরবর্তী উন্নয়নমূলক দায়িত্বে থাকা সহকর্মী উপদেষ্টাদের মধ্যে অনেকেই নিজেদের ‘সেফ এক্সিট’ পরিকল্পনা করে রেখেছেন।

এ ব্যাপারে নাহিদ বলেন, “অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।” 

সাক্ষাৎকারে নাহিদ বলেন, ছাত্রনেতাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল, কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু যে উদ্দেশ্য ছিল, অনেকেই সেই দায়িত্ব পালনে অক্ষম বা ভিন্ন পথে গেছেন। 

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের নাম প্রকাশ করা হবে। 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন