বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সেনা সদরে সংবাদ সম্মেলন

পরোয়ানাভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১১, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ১১ অক্টোবর ২০২৫

পরোয়ানাভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

গুম ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ট্রাইব্যুনালের দুটি মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৫ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। তাদের মধ্যে ১৫ জন বর্তমানে চাকরিরত, একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) এবং বাকি ৯ জন অবসরপ্রাপ্ত।

চাকরিরত ১৫ কর্মকর্তাকে সেনা আইনের আওতায় হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন কর্মকর্তা পলাতক আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে দুটি আলাদা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

প্রথম মামলাটি র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটক ব্যক্তিদের নির্যাতনের অভিযোগে করা হয়, যেখানে ১৭ জন আসামি।

দ্বিতীয় মামলাটি জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগে, যেখানে ১৩ জন আসামি।

দুই মামলার প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সঙ্গে আসামি তালিকায় রয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) পাঁচ সাবেক মহাপরিচালক।

সংবাদ সম্মেলনে বলা হয়, “সেনাবাহিনী আইন, বিধি ও শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশে অভিযুক্ত কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্তে সহযোগিতা করা হবে।”

আরও পড়ুন