বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বিশ্ব বসতি দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার নগরাঞ্চলের টেকসই উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৭, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:২৫, ৬ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকার নগরাঞ্চলের টেকসই উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। রাজধানী ঢাকাসহ দেশের সব নগরাঞ্চলের উন্নয়নে সরকার বহুমাত্রিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা জানান।

প্রফেসর ইউনূস বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ বছরের জাতিসংঘ নির্ধারিত প্রতিপাদ্য “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া” বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম নগরায়িত দেশগুলোর একটি হলেও পরিকল্পনার অভাবে নগরজীবনে সেই নগরায়নের সুফল প্রতিফলিত হচ্ছে না। রাজধানীকেন্দ্রিক অপরিকল্পিত উন্নয়ন এবং অন্যান্য নগর এলাকার পিছিয়ে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজধানীর নানামুখী সংকট ক্রমশ নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সংকট মোকাবিলায় দ্রুত, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সম্ভাবনাময় এক নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতায় অচিরেই নগর সমস্যার টেকসই ও পরিবেশবান্ধব সমাধান এবং দেশের সকল নগরাঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।”

নগর সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারী, কমিউনিটি গ্রুপ, এনজিও ও আন্তর্জাতিক সহযোগীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি বিশ্বাস করি, সকলের যৌথ ও সচেতন অংশীদারিত্বের মাধ্যমেই আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো নগরজীবনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।”

তিনি বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন