হবিগঞ্জে ট্রাক আটকে সেতু অচল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১:২৪, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:২৭, ৫ ডিসেম্বর ২০২৫
হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী পাথরবোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ রত্না বেইলী ব্রীজে উঠার পরপরই স্টীলের পাত ধ্বসে ট্রাকটি আটকে পড়ে। ছবি: সমাজকাল
হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্না নদীর উপর নির্মিত বেইলী ব্রীজে পাথরবোঝাই ট্রাক আটকে সেতুর পাত ধ্বসে পড়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টায় এ ঘটনা ঘটলেও সেতুর স্টীলের পাত ধ্বসে পড়ায় রাত ৮টা পযন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টায় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী পাথরবোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ রত্না বেইলী সেতুতে উঠার পরপরই স্টীলের পাত ধ্বসে ট্রাকটি আটকে পড়ে। এতে যান চলাচলসহ সেতুর উপর দিয়ে হাঁটাচলাও বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয়পাশে অনেক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রসঙ্গত, ওই সেতুর উপর দিয়ে ৫ টনের অধিক পণ্য পরিবহন নিষিদ্ধ থাকলেও ট্রাক চালকরা এ বিধি-নিষেধের পরোয়া করেন না।
বিকেল ৪টায় সরজমিনে দেখা যায়, শত শত যাত্রী নৌকার মাধ্যমে অস্থায়ী খেয়া করে বিকল্প উপায়ে নদী পার হয়ে যানবাহনে উঠছেন। সন্ধ্যা পৌনে ৫টার দিকে উদ্ধারকারী গাড়ি দিয়ে ট্রাকটি উদ্ধার করা গেলেও স্টীলের পাত ধ্বসে পড়ায় যান চলাচল চালু করা সম্ভব হয়নি।
