বাড়ির পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি, ‘পরিকল্পিত হত্যা’
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৩, ৪ ডিসেম্বর ২০২৫
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ছবি: সমাজকাল
হবিগঞ্জের চুনারুঘাটে বাড়ির পাশের খালি জমি থেকে আমির হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
নিহত আমির হোসেন উপজেলার বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আমির হোসেনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল তার ব্যবহৃত মোটরসাইকেলটি। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমির হোসেনকে হত্যার ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
