মাদারীপুরের হোটেল থেকে উদ্ধার বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাঈম রহমান
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৫, ১২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাঈম রহমানকে মাদারীপুর শহরের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার জানান, “বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে জানতে পারি তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।” বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন।
রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, “তিনি চাকরির খোঁজে এসেছেন বলে পরিচয় দেন এবং একদিন আগে হোটেলে ওঠেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, এ বিষয়ে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত ব্যাংক কর্মকর্তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
