মাদারীপুরে তাঁতী লীগ নেতা ফরাজী গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০০:৩৭, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫২, ৮ নভেম্বর ২০২৫
কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী। ছবি: সমাজকাল
মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রেজাউল ফরাজী পৌরসভার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই রেজাউল ফরাজী আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আটক করে থানায় আনা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে পাঠানো হবে।”
