রাজধানীতে বড় চুরি
জুয়েলারি দোকান থেকে উধাও ১২৫ ভরি স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৭, ৮ অক্টোবর ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ চুরির ঘটনায় আলোচনায় এসেছে স্থানীয় রায়হান সুপার মার্কেট। জানা গেছে, বাজারটির দ্বিতীয় তলায় অবস্থিত ‘লিলি গোল্ড হাউজ’ নামের স্বর্ণের দোকানে চোরের দল দেয়াল ভেঙে ঢুকে নিয়ে গেছে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা।
দোকান মালিক জাবির হোসেন জানান, ৫ অক্টোবর রাত ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ১০টার মধ্যে চোরেরা পাশের একটি দীর্ঘদিন বন্ধ দোকানের দেয়াল ভেঙে তার দোকানে প্রবেশ করে। এরপর ভল্ট ভেঙে নিয়ে যায় সমস্ত স্বর্ণ ও নগদ অর্থ। শুধু তাই নয়, দোকানে থাকা সিসিটিভি ডিভাইসটিও নিয়ে গেছে তারা, যাতে প্রমাণ ধ্বংস হয়।
চুরির ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালিক। পুলিশ জানিয়েছে, অভিযোগের পর মামলা হয়েছে এবং তদন্ত চলছে, তবে এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের কিছু দোকান দীর্ঘদিন বন্ধ থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের গ্রেফতারের দাবি জানান।
থানার তদন্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সোনা উদ্ধারে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।’
এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে উৎসবের মৌসুমে যখন জুয়েলারি ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
