সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রেড অ্যালার্ট জারি 

তিস্তায় পানি বিপৎসীমার ওপর

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২১:১৪, ৫ অক্টোবর ২০২৫

তিস্তায় পানি বিপৎসীমার ওপর

নীলফামারী জেলায় ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৬টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি ছিল বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচে, যা ১২ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে পৌঁছেছে। ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং বাঁধে ভাঙনের কারণে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বিস্তীর্ণ এলাকার রোপা আমন খেত তলিয়ে গেছে এবং বিভিন্ন বাড়িঘরে পানি উঠেছে।

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার ডান তীরের কালীগঞ্জ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাশ পাইলিং এবং বালির বস্তা নিক্ষেপ করা হচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খোলা রয়েছে।

এই কর্মকর্তা জানান, রবিবার রাত ৮টায় পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা তীরবর্তী এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছে।

পানি উচ্চতার পরিসংখ্যান (৫ অক্টোবর)

সময়                      পানি উচ্চতা (মিটার)    বিপৎসীমা থেকে পার্থক্য
সকাল ৬টা               ৫১.৪৩                            ৪৩ সেন্টিমিটার নিচে
সকাল ৯টা                ৫১.৪৮    
দুপুর ১২টা                ৫২.০০    
বিকেল ৩টা               ৫২.১৪    
সন্ধ্যা ৬টা                  ৫২.২৮                         ১৩ সেন্টিমিটার ওপ
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু