বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নরসিংদীতে এএসপির ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় মামলা

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ: ১৪:১৫, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১৬, ৫ অক্টোবর ২০২৫

নরসিংদীতে এএসপির ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় মামলা

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে শনিবার রাতে সদর মডেল থানায় এ মামলা করেন।

মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৫ জনের, পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাতে নরসিংদীর পৌর শহরের আরশিনগর এলাকায় নিয়মিত টহলে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। এ সময় তিনি দেখতে পান, দুজন ব্যক্তি সড়কে যানবাহন থামিয়ে চাঁদা তুলছেন।

তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানায়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।পুলিশের এই সতর্কতায় ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত আরও ৩০-৩৫ জন চাঁদাবাজ অতিরিক্ত পুলিশ সুপারের ওপর আক্রমণ চালায়। তারা তাকে কিল-ঘুষি ও লাঠির আঘাতে গুরুতর আহত করে ফেলে। এ সময় পুলিশের হাতে আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।

পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,‘শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে ইতোমধ্যে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে, অন্যদের শনাক্তের কাজ চলছে।’

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলা একটি রাষ্ট্রবিরোধী অপরাধ, তাই এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার পুলিশ প্রশাসন জানিয়েছে, নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়—জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যে কোনো মূল্যে শৃঙ্খলা বজায় রাখবে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু