বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

টেকনাফে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৪, ২ অক্টোবর ২০২৫

টেকনাফে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী মো. আফসার উদ্দিন (৩০) কে আটক করেছে সেনাবাহিনী। আটক আফসার স্থানীয় আবুল হোসেনের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল (ম্যাগাজিনসহ), একটি গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ঘটনার দিনও অস্ত্র বিক্রির উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় অবস্থান করছিলেন বলে সেনাবাহিনী জানিয়েছে।


উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে।


 

আরও পড়ুন