বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সারজিস আলম

ভারতীয় মিডিয়া এআই টুল দিয়ে ‘ধর্মীয় সম্প্রীতি’ ভাঙার চেষ্টা করছে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৮, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:২০, ১ অক্টোবর ২০২৫

ভারতীয় মিডিয়া এআই টুল দিয়ে ‘ধর্মীয় সম্প্রীতি’ ভাঙার চেষ্টা করছে

কিছু ভারতীয় মিডিয়া এআই টুল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার সদর উপজেলার হুদুপাড়া দুর্গামন্দির পরিদর্শন শেষে এই মন্তব্য করেন।

এসময় সারজিস আলম বলেন, “কিছু ভারতীয় মিডিয়া এআই টুল ব্যবহার করে প্রতিমার ছবি বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে, যেন দেশে ধর্মীয় সম্প্রীতি নেই। অথচ বাস্তবে আমরা দেখেছি, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যথেষ্ট এবং পরিবেশ শান্তিপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতির বন্ধন এখনো অটুট। একই হোটেলে খাওয়া, এক যানবাহনে চলাচল, উৎসবে একে অপরকে নিমন্ত্রণ— এসবই প্রমাণ করে আমাদের ধর্মীয় সহাবস্থান কতটা দৃঢ়।”

এসময় এই এনসিপি নেতা জানান, এনসিপি প্রতিনিধি দল শুধু উপহারই নিয়ে যায়নি, মন্দির ও শ্মশানের আশপাশের অবস্থা দেখে তা নথিভুক্তও করছে। 

তিনি বলেন, “অতীতে ও সাম্প্রতিক অভ্যুত্থানের পরে দেখা গেছে— সনাতন ধর্মাবলম্বীদের জমি ও ধর্মীয় সম্পত্তি ভুয়া কাগজপত্র দিয়ে দখলের চেষ্টা হয়েছে। অতীতে প্রতিমা ভাঙচুরের ঘটনার পরও প্রকৃত অপরাধীদের দৃশ্যমান শাস্তি হয়নি। এতে ষড়যন্ত্রকারীরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার সুযোগ পেয়েছে।”

এসময় সারজিস আলম বলেন, ‘আমরা শুধু উপহার নিয়ে আসিনি, মন্দির ও শ্মশানের আশপাশের অবস্থা জেনে তা নথিভুক্ত করছি। অতীতে এবং অভ্যুত্থানের পরে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের জমি ও ধর্মীয় সম্পত্তি ভুয়া কাগজপত্র দিয়ে দখলের চেষ্টা হয়েছে। তাই আমরা সরকারের কাছে একটি কমিশন গঠনের দাবি জানাব, যেন এসব জমি ও ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিত হয়। অতীতে প্রতিমা ভাঙচুরের ঘটনার পরও প্রকৃত অপরাধীদের দৃশ্যমান শাস্তি হয়নি। এতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার সুযোগ পেয়েছে ষড়যন্ত্রকারীরা। আমরা চাই, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপির নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, এনসিপির আপত্তি থাকবে না। তবে আমরা একটি দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আইনগত ভিত্তি দেখতে চাই। যেটার মাধ্যমে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।’

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু