শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

কোতোয়ালী থানার অভিযান

ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের তৎপরতায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও সতর্কতার প্রশংসা করছে স্থানীয়রা।

পুলিশ জানায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মো. টিপ সুলতান (৩০) নামে এক ব্যবসায়ী নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তার মালামাল তুলেন। গন্তব্যে মালামাল নামানোর সময় অসাবধানতাবশত একটি কালো ব্যাগে অটোরিকশার ভেতরেই থেকে যায়। ব্যাগটিতে ব্যবসায়িক লেনদেনের জন্য রাখা ১২ লাখ টাকা ছিল। ব্যাগটি খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

তারা আরও জানায়, অভিযোগ পাওয়ার পরপরই কোতোয়ালী থানার ওসি আবদুল করিমের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজিচালিত অটোরিকশার নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়। এরপর সোর্সের তথ্য ও ক্যামেরার সহায়তায় দলটি খুলশী থানাধীন আমবাগান এলাকায় ওই অটোরিকশার চালক ও মালিককে শনাক্ত করে। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগসহ নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে ওসি আবদুল করিম সাংবাদিকদের বলেন, “এটি ছিল পুলিশের একটি সতর্ক ও পেশাদারিত্বপূর্ণ অভিযান। আমরা দ্রুত সময়ে সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করি এবং টাকা উদ্ধার করতে সক্ষম হই।”

তিনি আরও জানান, সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নগরবাসীর মতে, পুলিশের এই দ্রুত পদক্ষেপ অন্যদের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন