শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

তুমব্রু সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

তুমব্রু সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটককৃত রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং ২ ইষ্ট ক্যাম্পের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ আলম (৩০)। তাকে দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কয়েকজনকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন