শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়ায় নদীতে ঝাঁপ

২১ ঘণ্টা পর ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ: ১৯:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

২১ ঘণ্টা পর ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নুরুল ইসলাম গাজীর (৫৫) মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২১ ঘণ্টা পর শনিবার বিকেলে আন্ধারমানিক নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোতে বসেছিলেন নুরুল ইসলাম। এ সময় ডিএনসি কর্মকর্তারা মাদকসহ অটোরিকশাচালককে আটক করেন। পরে নুরুল ইসলামকে তল্লাশি চালানো হলেও কিছু না পাওয়া সত্ত্বেও তাকে ধাওয়া করা হয় বলে অভিযোগ করেন তার মেয়ে রুপা। তার দাবি, আত্মরক্ষার জন্যই বাবা নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান।
আজ সকাল থেকেই নিখোঁজ নুরুল ইসলামের খোঁজে আন্ধারমানিক নদীর তীরে ভিড় করেন তার স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে খেপুপাড়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল হোসেন বলেন, “সকাল থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। বিকেলে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তবে অভিযানের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
স্থানীয়রা বলছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে। এদিকে পরিবার মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন