শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

শেরপুরে টিফিন কিনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শেরপুরে টিফিন কিনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে খাবার কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুলছাত্র। নিহত শিশুটির নাম আতিকুর রহমান আতিক (৭)। সে নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে এবং স্থানীয় বাগানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে টিফিনের সময় আতিক গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে খাবার কিনতে যায়। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আতিককে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই স্কুলছাত্রের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকেরা ভেঙে পড়েছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন