শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবচরে হিন্দুদের সঙ্গে বিএনপির সম্প্রীতি সভা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুর জেলার শিবচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শিবচর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ আয়োজন করে উপজেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহের গোমস্তা, আবু জাফর চৌধুরী, শহিদুল ইসলাম দিপু, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সদস্য আজমল হুদা চৌধুরী ইথুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভার বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। সোহেল রানা জানান, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায়।
আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, “আপনারা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের জানাবেন। উপজেলা বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।”
স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ এ ধরনের সম্প্রীতি উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, রাজনৈতিক দলগুলোর এ ধরনের ইতিবাচক ভূমিকা সামাজিক শান্তি ও ধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করবে।