বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৩ নৌকা বিনষ্ট করল প্রশাসন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০২:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৩ নৌকা বিনষ্ট করল প্রশাসন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়া অভিযানে ব্যবহৃত পাথর উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিজিবি ও পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাথর উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে তিস্তা নদীর তীর থেকে পাথর বহনের কাজে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়। জব্দ করা হয় পাথর উত্তোলনের যন্ত্রপাতি, পাইপ ও অন্যান্য মালামাল।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর তোলার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে নদী ভাঙনের ঝুঁকি যেমন বাড়ছিল, তেমনি নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “আমরা নিয়মিতভাবে নদী তদারকি করছি। নদী রক্ষায় এ ধরনের অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের অভিযানে ১৩টি নৌকা বিনষ্ট এবং সরঞ্জাম জব্দ করা হয়েছে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু