সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের, আহত ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০২:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৫:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের, আহত ৬

ঠাকুরগাঁওয়ে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ছয়জন। 
নিহতদের মধ্যে দুজন সদর উপজেলার এবং একজন বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে তিনজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং বাকি তিনজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তীব্র তাপপ্রবাহের পর হঠাৎ শুরু হওয়া বৃষ্টির সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৭) এবং দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯) ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) বজ্রপাতে মারা যায়।

আহতদের মধ্যে রয়েছ সদর উপজেলার লাউথুতি গ্রামের রিনা বেগম (৩৮), ফারুক (২২) এবং একজন অজ্ঞাতপরিচয় যুবক, বালিয়াডাঙ্গীর ফুলতলা গ্রামের ফয়সাল (৮), কালিবাড়ীর রিমান (১০) ও সাকিবুল হাসান (১০)।

সদর উপজেলায় বজ্রপাতে নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।

স্থানীয়রা জানায়, লাউথুতি গ্রামে ভূল্লী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন মনির ও আরিফুল। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রকিবুল আলম চয়ন বলেন, “সদরের তিনজন আহতকে আমরা ভর্তি করেছি। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে বালিয়াডাঙ্গীর আতাউর রহমান হাসপাতালে আনার আগেই মারা যান।”

বজ্রপাতে হতাহতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু