রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও গতিশীল হবে: গভর্নর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৯, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১০, ৮ নভেম্বর ২০২৫
গভর্নর ড. আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও গতিশীলভাবে এগিয়ে যাবে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে ‘এমএফআই–ব্যাংক লিংকেজ’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, “বাংলাদেশের অর্থনীতি এখন ইতিবাচক ধারা বজায় রেখেছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। রাজনীতি অস্থির হলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়, যা সামগ্রিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে।”
পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। তারা বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ক্লেম এস্টাবলিশ করার চেষ্টা করছেন। সফল হলে শিগগিরই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।”
অনুষ্ঠানে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্যরা।
