সৌদি বিনিয়োগে নতুন আশা
বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের পথে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪৭, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৫৭, ৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে ট্রিলিয়ন ডলারের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। সৌদি আরব থেকে দেশে সর্বাধিক রেমিট্যান্স আসে, কিন্তু বর্তমানে প্রবাসীদের ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত খরচ দিতে হয় টাকা পাঠাতে। এটি কমাতে সৌদি আরবের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।
তার মতে, যৌথ আর্থিক সহযোগিতা রেমিট্যান্স খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে এবং প্রবাসীদের জন্য এটি হবে বড় স্বস্তি।
তিনি আরও বলেন, “ইসলামি দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় বিনিয়োগ এখন সময়ের দাবি। সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ অংশীদার হতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
গভর্নর জানান, বাংলাদেশের অর্থনীতি ইতোমধ্যেই অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে এবং এখন দেশটি ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে। বৈশ্বিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কখনও নেতিবাচক হয়নি, যা উন্নয়নশীল দেশের মধ্যে একটি বিরল সাফল্য।
তিনি সৌদি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের অবকাঠামো, ব্যাংকিং, শিল্প ও কৃষি খাতে বিনিয়োগের সুযোগ অপরিসীম। আমরা স্থিতিশীল নীতিমালা ও শক্তিশালী আর্থিক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সৌদি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।”