সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

আরও কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১,২৪১ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫২, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৫৬, ৭ অক্টোবর ২০২৫

আরও কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১,২৪১ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার নতুন দামের ঘোষণা দিয়েছে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে দাম ছিল ১ হাজার ২৭০ টাকা, যা তখন ৩ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ, পরপর দুই মাসেই কমেছে এলপিজির দাম।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে প্রতি লিটার অটোগ্যাসের মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা। গত সেপ্টেম্বরে দাম ছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (Saudi CP) প্রতি মেট্রিক টনে যথাক্রমে ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড়ে ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় এলপিজি ও অটোগ্যাসের দাম নতুনভাবে সমন্বয় করা হয়েছে।

নতুন এই দামে কিছুটা স্বস্তি ফিরবে গ্যাসভিত্তিক গৃহস্থালী ব্যবহারকারী ও পরিবহন খাতের ভোক্তাদের মধ্যে। তবে ডলার-নির্ভর আমদানি ব্যয়ের কারণে ভবিষ্যতে দামের পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ নিদিমরু
মেয়ে সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান
১ ডিসেম্বর ১৯৭১: কালীগঞ্জ গণহত্যায় শহীদ হন ১৩৬ নিরীহ মানুষ
‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন