বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

দেশের অর্থনীতি এখন স্বস্তিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৫, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:১৬, ৭ অক্টোবর ২০২৫

দেশের অর্থনীতি এখন স্বস্তিতে

দেশের অর্থনীতি এখন স্বস্তির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য আমরা মোটামুটি একটু কনফিডেন্ট।”

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্যের হার বেড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য বেড়েছে, আছে— এসব বলতে গেলে অনেক বিষয় ব্যাখ্যা করতে হবে। আমি জানি ওরা কীভাবে দারিদ্র্য মাপছে— বেস আছে, ক্লায়েন্ট আছে।”

তিনি আরও বলেন, “৫ হাজার লোককে ফোনে প্রশ্ন করে বলা হচ্ছে দারিদ্র্য বেড়েছে— এটা আমি জানি। আমাকে একজন বলেছিল, স্যার আপনি একটা পেপার লেখেন, আমি বলে দিলে একটা ফার্ম ২০ হাজার রিপ্লাই কালকের মধ্যে এনে দেবে। এগুলো রিলায়াবিলিটির ব্যাপার। তবে চ্যালেঞ্জ অবশ্যই আছে, সেটা অস্বীকার করছি না।”

অর্থ উপদেষ্টা বলেন, “অমর্ত্য সেন একবার বলেছিলেন— খুব কঠিনভাবে দারিদ্র্য মাপার দরকার নেই, দরিদ্র মানুষ দেখলেই চেনা যায়— তার চেহারা, আচরণেই বোঝা যায়।”

অর্থনীতি কি স্বস্তিতে আছে?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য আমরা কিছুটা আত্মবিশ্বাসী। বাকিগুলো বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

আরও পড়ুন