নিলামে ১০৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
চলতি অর্থবছরে কেনা হলো ১.৯৮ বিলিয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৩, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০১, ৭ অক্টোবর ২০২৫

চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক আবারও সক্রিয় ভূমিকা নিয়েছে। নিলামের মাধ্যমে দেশের আটটি ব্যাংকের কাছ থেকে আরও ১০৪ মিলিয়ন বা ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বহুমূল্য নিলাম পদ্ধতির মাধ্যমে এই ডলার কেনা হয়েছে। নিলামে ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলার ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ১.৯৮ বিলিয়ন (১৯৮ কোটি ১০ লাখ) মার্কিন ডলার কেনা হয়েছে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন, বাজারে ডলার সরবরাহ ও বিনিময় হার নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে নিয়মিত এই নিলাম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।