শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

নতুন আইন যেন ব্যবসা বিকাশে বাধা না হয়: এফআইসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ০১:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নতুন আইন যেন ব্যবসা বিকাশে বাধা না হয়: এফআইসিসিআই সভাপতি

নতুন প্রতিযোগিতা আইন যেন ব্যবসার বিকাশে কোনো ধরনের বাধা তৈরি না করে, তা নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই (ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের এ সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় এ মত জানায় সংগঠনটি। 

সভায় এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার বলেন, “এফআইসিসিআই সদস্যরা সবাই চান ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকুক। তবে নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকুক। তবে নতুন আইন যেন উদ্যোক্তাদের উদ্ভাবন ও ব্যবসা সম্প্রসারণে প্রতিবন্ধক না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান। তিনি বলেন, “প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আইন প্রয়োগ করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে, ভোক্তার স্বার্থ রক্ষা পাবে এবং বিনিয়োগ বাড়বে।”

তিনি আরও বলেন, প্রতিযোগিতা কমিশনের কার্যকর ভূমিকা উদ্যোক্তাদের নতুন চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত করবে, যা কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

এফআইসিসিআই উদ্বেগ প্রকাশ করে জানায়, আইন বাস্তবায়ন ও সংশোধনের ক্ষেত্রে ব্যবসায়ীদের মতামত বিবেচনায় নেওয়া জরুরি। ব্যবসার প্রসারে নীতিমালা প্রণয়নে যেন জটিলতা বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়, সেই বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

এফআইসিসিআই কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাভেদ আখতার। নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের পরিচালক সুমিতাভা বসু, সদস্য কোম্পানির প্রতিনিধি ও প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তারা।

আরও পড়ুন