১২ বছরে গার্ডিয়ান লাইফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ বৃহস্পতিবার উদযাপন করল তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুরু থেকেই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মানুষের কাছে ইন্স্যুরেন্স সেবাকে সহজ, বিশ্বাসযোগ্য এবং গ্রাহকবান্ধব করে তোলা। এই লক্ষ্য পূরণে গার্ডিয়ান ইতোমধ্যেই দেশের ইন্স্যুরেন্স খাতে নতুন ধারা সৃষ্টি করেছে।
স্কয়ার, ব্র্যাক এবং এপেক্সের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সমর্থনে যাত্রা শুরু করে গার্ডিয়ান। শুরু থেকেই তারা ইন্স্যুরেন্সকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার পাশাপাশি ব্যাঙ্কান্স্যুরেন্স, ডিজিটাল সেবা এবং মাইক্রোইন্স্যুরেন্সে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।
গার্ডিয়ানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আধুনিক ও বৈচিত্র্যময় পণ্য, কঠোর নিয়মনীতির অনুসরণ, সুদক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোপরি গ্রাহকদের জন্য সহজ ও নির্ভরযোগ্য সেবা।
গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন,
“আমরা ইতোমধ্যেই ব্যাঙ্কান্স্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স খাতে শীর্ষস্থানে পৌঁছেছি। সামনে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর সমাধান, ডিজিটাল সেবা ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন নিয়ে এগিয়ে যাওয়া। এই ১২ বছরে অর্জিত মূল্যবান অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা চাই দেশের প্রত্যেক মানুষ যেন সহজেই ইন্স্যুরেন্স সেবা নিতে পারে।”
গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, সহকর্মী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবাইয়ের আস্থা ও সহযোগিতার কারণেই গার্ডিয়ান আজকের পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতেও এই আস্থা ও সহযোগিতাই গার্ডিয়ানের আরও বড় সাফল্যের পথে প্রধান চালিকাশক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।