বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ বেড়ে ৩১.২৭ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭৫ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩১ দশমিক ২৭ বিলিয়ন ডলারের সমান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, রিজার্ভ বাড়ার এ প্রবণতা দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তথ্যমতে, আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৯৩ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৩ দশমিক ১০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ ছিল ২৬ হাজার ৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈদেশিক আয়ের বৃদ্ধি ও আমদানি ব্যয় নিয়ন্ত্রণের ফলে রিজার্ভে এ উন্নতি এসেছে। তবে তারা সতর্ক করেছেন, ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে রপ্তানি আয়ের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রবাসী আয়ের প্রবাহ আরও জোরদার করা জরুরি।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে হিসাব করা রিজার্ভই নিট রিজার্ভ হিসেবে গণ্য হয়। অর্থাৎ, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে যে অঙ্ক দাঁড়ায় সেটিই প্রকৃত রিজার্ভ।