ভারতের নতুন নিয়মে বাংলাদেশে চাল আমদানিতে শ্লথগতি, দাম বাড়ার শঙ্কা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে চাল আমদানির অন্যতম প্রধান উৎস ভারত। তবে ভারত সরকার সম্প্রতি চাল রপ্তানির নতুন নিয়ম চালু করায় এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারে। বিশেষ করে নন-বাসমতি চাল আমদানিতে এই নীতির কারণে সময় ও খরচ—দুটোই বাড়তে যাচ্ছে, যা বাজারে চালের দামের ঊর্ধ্বগতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা ২৪ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ভারতীয় রপ্তানিকারকদের চাল রপ্তানির আগে দিল্লিভিত্তিক কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিইডিএ) অনুমোদন নিতে হবে। আগে কেবল এলসি খোলার পরই বাংলাদেশে চাল আমদানি করা যেত, কিন্তু এখন প্রতিটি এলসির বিপরীতে অনুমোদন নিতে হবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, এ প্রক্রিয়ায় চাল আসতে বিলম্ব হবে। অনুমোদনের অপেক্ষায় চালবোঝাই ট্রাকগুলো সীমান্তে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে, যার ফলে ডেমারেজ চার্জ ও অতিরিক্ত খরচ বাড়বে। এতে আমদানির গতি কমবে, একইসঙ্গে খরচ বেড়ে বাজারে চালের দামও বাড়বে।
চাল আমদানিতে বিলম্ব ও অতিরিক্ত খরচ যোগ হলে সরাসরি ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে বিকল্প উৎস খোঁজা ও অভ্যন্তরীণ উৎপাদন জোরদার করার উদ্যোগ না নিলে চালের বাজারে অস্থিতিশীলতা দেখা দিতে পারে।