শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

২২ দিনে রেমিট্যান্স ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

২২ দিনে রেমিট্যান্স ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা 

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে গণনা)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭৬৯ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছর রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ হাজার ৯৯৫ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৫ হাজার ৯০৬ মিলিয়ন ডলার।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় অবস্থানরত প্রবাসীরা ঈদ ও উৎসবকে সামনে রেখে বেশি অর্থ পাঠাচ্ছেন। একইসঙ্গে হুন্ডি নিয়ন্ত্রণ, সরকারি প্রণোদনা এবং বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর আগ্রহ বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা আনতে এবং আমদানি ব্যয় মেটাতে এই রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে চাপ কিছুটা হলেও লাঘব হবে।

আরও পড়ুন