শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

রপ্তানিতে অগ্রিম আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রপ্তানিতে অগ্রিম আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক রপ্তানি খাতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওয়া অগ্রিম অর্থের উপর আর আরোপিত ১০% সংরক্ষণের নিয়ম কার্যকর থাকবে না। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে যথাযথ তদারকি ও নীতি-নিয়ম মেনে চলতে হবে।
নতুন নির্দেশনায় আরও উল্লেখ করা হয়,রপ্তানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে।পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম হতে হবে সন্তোষজনক।অর্ডার বাস্তবায়নে সক্ষমতা থাকতে হবে।অগ্রিম অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই শিথিলতা রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়াতে সহায়ক হবে। তারা কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন। একই সঙ্গে ব্যাংকগুলোর পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক তদারকি নিশ্চিত করা হবে।
অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের মতো বৃহৎ রপ্তানিনির্ভর শিল্পে অগ্রিম অর্থের ব্যবহার সহজতর হবে। এর ফলে বৈদেশিক মুদ্রা আয়ের গতি বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
 

আরও পড়ুন