শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

লাদাখে রাজ্যের দাবিতে আন্দোলন, সংঘর্ষে নিহত ৪

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৫:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

লাদাখে রাজ্যের দাবিতে আন্দোলন, সংঘর্ষে নিহত ৪

হিমালয় সংলগ্ন ভারতের লাদাখে আলাদা রাজ্যের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বুধবার পূর্ব লাদাখে অনশন কর্মসূচি চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

ঘটনার পর লেহ জেলায় কড়াকড়ি বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো মিছিল, সমাবেশ বা শোভাযাত্রা করা যাবে না।

লাদাখের প্রধান প্রশাসক কবিন্দর গুপ্ত এক ভিডিও বার্তায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে পরিস্থিতি অস্থিতিশীল করছে।

এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিবেশবাদী ও কর্মী সোনম ওয়াংচুককে দোষারোপ করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওয়াংচুক ‘আরব বসন্ত’ ও নেপালের ‘জেনারেশন জেড আন্দোলন’-এর উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তার উত্তেজনাকর বক্তব্যে অনশনস্থল ছেড়ে মানুষ রাজনৈতিক দলের কার্যালয় ও সরকারি কার্যালয়ে হামলা চালায়। পরে তারা জনসম্পদ নষ্ট করে এবং পুলিশকে আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, এতে হতাহতের ঘটনা ঘটে।

২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। এরপর থেকেই স্থানীয়রা রাজনৈতিক অধিকার, ভূমির মালিকানা ও কর্মসংস্থান রক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা ও পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

২০২৩ সালে দিল্লি লাদাখের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। ওই কমিটির পরবর্তী বৈঠক আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন