শেখ হাসিনার রায় কাল: বিটিভিতে সরাসরি সম্প্রচার
জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হচ্ছে আগামীকাল সোমবার। ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ রায় দেবেন। বিটিভি সরাসরি সম্প্রচার করবে। রাষ্ট্রপক্ষ বলছে—আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত, সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশিত।