বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:৫৯, ২৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। গ্রাফিক্স : সমাজকাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগেই জমে উঠেছে উত্তাপ। তিন দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নিলাম। ঐতিহ্যবাহী প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার সরাসরি নিলামের মাধ্যমেই দল গড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঠিক এই সময়েই টুর্নামেন্টে যুক্ত হলো নতুন চমক—নোয়াখালী এক্সপ্রেস।
সোমবার রাতেই গণমাধ্যমে খবর আসে, দেশ ট্রাভেলস মালিকানায় বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নোয়াখালী এক্সপ্রেসকে অনুমোদন দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দলটির এক কর্মকর্তা সমাজকালকে বলেন, “রাতেই আমরা আনুষ্ঠানিক অনুমোদনের মেইল পেয়েছি। আজই বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।”
এই নতুন সংযোজনে বিপিএলের দলসংখ্যা পাঁচ থেকে বেড়ে দাঁড়াল ছয়ে। ফলে প্রতিযোগিতা আরও তীব্র ও রোমাঞ্চকর হবে বলে মনে করছেন ক্রিকেট–বিশেষজ্ঞরা।
পরিকল্পনামাফিক সব কিছু এগোলে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, আর ২৪ জানুয়ারি মাঠে গড়াতে পারে ফাইনাল। নতুন মৌসুমকে সামনে রেখে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হলেও দলগুলো এখন পুরো শক্তি নিয়ে নিলামে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে।
বিপিএলের ছয় দল চূড়ান্ত
- রংপুর রাইডার্স
- ঢাকা ক্যাপিটালস
- সিলেট টাইটান্স
- রাজশাহী ওয়ারিয়র্স
- চিটাগং রয়েলস
- নোয়াখালী এক্সপ্রেস (নতুন)
নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় এবারের বিপিএল আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নোয়াখালী অঞ্চলের সমর্থকদের উন্মাদনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
